ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‌‌‌গ্রাজুয়েটদের বিশ্বমানের গ্রাজুয়েট হিসেবে গড়ে তুলতে হবে

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
‌‌‌গ্রাজুয়েটদের বিশ্বমানের গ্রাজুয়েট হিসেবে গড়ে তুলতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেছেন, আমাদের গ্রাজুয়েটদের বিশ্বমানের গ্রাজুয়েট হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে তারা একটা সময় দেশের বোঝা হয়ে দাঁড়াবে।

হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনজমেন্ট প্রজেক্ট (হেকেপ) প্রকল্প আমাদের সুযোগ দিয়েছে মান উন্নয়নের। এটি ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীদের মান উন্নয়ন করতে হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আল-ফিকহ বিভাগের আয়োজনে কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, আমার মেগা প্রকল্প হলো বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করে গড়ে তোলা। আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা আবাসিক সংকট। এ সংকট কাটিয়ে উঠতে পারলেই এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত আল-ফিকহ বিভাগের সাবেক সভাপতি ড. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুস সোবহান।

এসময় উপস্থিত ছিলেন- বিভাগীয় সভাপতি ড. এ কে এম নুরুল ইসলাম, ড. আ ব ম জাকারিয়া মুজমদার, সহযোগী অধ্যাপক মো. আনোয়ারুল ওহাব শাহিন, ড. হামিদা খাতুন, নাসির উদ্দিন, আলতাফ হোসেন ও আমজাদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।