ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ‘ডি’ ইউনিটে অবাণিজ্য গ্রুপে পাস মাত্র ১৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
রাবির ‘ডি’ ইউনিটে অবাণিজ্য গ্রুপে পাস মাত্র ১৯

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ) ফলাফল বিপর্যয় হয়েছে। ডি ইউনিটের ফলাফলে অবাণিজ্য গ্রুপে ৮০টি আসনের বিপরীতে পাস করেছে মাত্র ১৯ জন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

‘ডি’ ইউনিটে বাণিজ্য বিভাগে ৪৪০ সিটের বিপরীতে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে ৮৭২ জনকে। অবাণিজ্য বিভাগে ৮০ সিটের বিপরীতে মাত্র ১৯ জন পাস করায় শুধু তাদেরকেই ডাকা হয়েছে। আগামী ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎকার শুরু হবে।

পরীক্ষা কমিটির সদস্য প্রফেসর আমজাদ হোসেন বাংলানিউজকে বলেন, ‘যারা ৪০ নম্বর পেয়েছে তাদেরকেই আমরা কেবল পাস করিয়েছি। অবাণিজ্য গ্রুপে মাত্র ১৯ জন পাস করেছে। এ বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা এখনো ঠিক করা হয়নি। প্রাথমিকভাবে উত্তীর্ণদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হবে, নম্বর কমিয়ে দিয়ে অবাণিজ্য গ্রুপ থেকেই নেওয়া হবে নাকি বাণিজ্য গ্রুপ থেকে এনে আসন পূর্ণ করা হবে। ’

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী সাদিকের নম্বর বন্ধ পাওয়া যায়।

ওয়েবসাইটে প্রকাশিত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শিবলী সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাক্ষাৎকারদাতাদের আগামী ১২ নভেম্বরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। এছাড়া পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্রটিও আনতে হবে। ’

‘সাক্ষাৎকার গ্রহণের পর ভর্তিচ্ছুদের চূড়ান্ত তালিকা ও অপেক্ষমান তালিকা ১৭ নভেম্বর অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬

পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।