ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জালিয়াতির দায়ে আটক ভর্তিচ্ছুদের সাজা দিতে অপারগতা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
জালিয়াতির দায়ে আটক ভর্তিচ্ছুদের সাজা দিতে অপারগতা 

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ভর্তিচ্ছুদের সাজা দেওয়ার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক করা হয় ৭ ভর্তিচ্ছুকে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এসে চলে যাওয়ায় তাদেরকে সাজা না দিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলে জানানো হয়েছে।  

তবে এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জালিয়াতির দায়ে আটকদের সাজা দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ সাংবাদিকদের বলেন, ‘আমরা জেলা প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ জানাবো, আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সে সময় জালিয়াতির সঙ্গে জড়িতদের বিচার করেছেন, শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

তবে এবার যখন তাদেরকে বলা হলো, ম্যাজিস্ট্রেটও আসছিলেন, জানিনা কোন কারণে আজ তারা বিচার করতে অপারগতা প্রকাশ করেছেন।

‘তারা বলেছেন, এখানে মূল যারা আসামি তারা ধরা-ছোঁয়ার বাইরে থাকে। যারা জালিয়াতি করছেন তাদের পরবর্তিতে বিভিন্ন জায়গায় পরীক্ষা থাকে। মানবিক কারণে তাদেরকে শাস্তি দেওয়াটা যুক্তিযুক্ত মনে করছিলেন না। ’

গত ২১ অক্টোবর (শুক্রবার) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ১৩ শিক্ষার্থীকে দুই বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।