ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে বিজ্ঞান উৎসব ১২ নভেম্বর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
রাবিতে বিজ্ঞান উৎসব ১২ নভেম্বর

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজ্ঞান উৎসব-২০১৬’। আগামী ১২ ও ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে এসিআই।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রাবি সায়েন্স ক্লাবের সভাপতি চৌধুরী আরিফ জাহাঙ্গীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

বিশেষ অতিথি থাকবেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
 
উৎসবে প্রোজেক্ট শো কম্পিটিশন, সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্স টক, ওরাল রিসার্স প্রেজেন্টেশন কম্পিটিশন, বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন থ্রু সায়েন্স, সায়েন্স শো ও স্কাই অবজারভেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সায়েন্স ক্লাবের ওয়েবসাইট (www.ruscienceclub.com) অথবা বুথে গিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষার্থীরা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ১০ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।