ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

শিক্ষা

বাকৃবিতে পদচিহ্নের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বাকৃবিতে পদচিহ্নের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন পদচিহ্নর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
 
রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

পরে মনোমুগ্ধকর নাচ ও কনসার্টের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পদচিহ্নের সভাপতি অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এস.ডি চৌধুরী, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আল মামুন প্রমুখ।

১৯৯৮ সালের ১০ অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে সাংস্কৃতিক সংগঠন পদচিহ্ন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।