ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা মঙ্গলবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ঢাবিতে তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতিসহ বিভিন্ন ধরনের নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হচ্ছে ‘নন-ফিকশন বইমেলা ২০১৬’।

মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল ১০টায় ব্যবসায় অনুষদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

দেশের খ্যাতিমান ২৪টি প্রকাশনা ও গবেষণা প্রতিষ্ঠানে এতে অংশ নেবে।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে বিজনেজ স্টাডিজ অনুষদের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। দৈনিক বণিক বার্তা ও ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে বইমেলার আয়োজন করছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাবি ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। উপস্থিত ছিলেন দৈনিক বণিক বার্তার ফিচার সম্পাদক আলীম আজিজ ও জ্যেষ্ঠ সহ-সম্পাদক এম এম মুসা।

অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, যান্ত্রিক জীবনে আমরা এখন মেকানিক্যাল রোবটে পরিণত হয়ে যাচ্ছি। আমরা এখন আর মানুষ থাকছি না। বই ছেড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় ব্যয় করছি। যার কারণে বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে। আর বই পড়ার আগ্রহ কমে গেলে লেখকরা বই লিখতে উৎসাহ পাবেন না। মানুষের বই পড়ার আগ্রহ সৃষ্টিতে এ বই মেলা যুগোপযোগী ভূমিকা রাখবে।
 
মেলার দ্বিতীয় দিন ২ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে ‘উচ্চশিক্ষায় নন-ফিকশন বই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সেমিনারে লেখক, পাঠক ও প্রকাশক-শিক্ষাবিদ-শিক্ষকরা অংশগ্রহণ করবেন।  

৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৫টায় ব্যবসায় শিক্ষা অনুষদের বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান। এতে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সমাপনী অনুষ্ঠানটি ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।  
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।