ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

শিক্ষা

জেএসসি পরীক্ষায় প্রথম দিনে সিলেটে ২৬৫০ শিক্ষার্থী অনুপস্থিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
জেএসসি পরীক্ষায় প্রথম দিনে সিলেটে ২৬৫০ শিক্ষার্থী অনুপস্থিত

সিলেট: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার  প্রথম দিনে সিলেট বোর্ডে দুই হাজার ৬শ’ ৫০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

মঙ্গলবার (০১ নভেম্বর) সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ বছর মোট এক লাখ ৩২ হাজার ৯শ’ ৯৬ পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে বাংলার পরীক্ষার্থী ছিল এক লাখ ২৭ হাজার ৮শ’ ৮০ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২৫ হাজার ২শ’ ৩০ শিক্ষার্থী। সিলেট বোর্ডে ১২৪ কেন্দ্রে পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে।

বোর্ডের তথ্যমতে, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবারের জেএসসি পরীক্ষায় আগের বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৭শ’ ৪৪ জন।   কেন্দ্র বেড়েছে পাঁচটি এবং স্কুল বেড়েছে ১৩৫টি।

এ বছর এক হাজার ৪টি বিদ্যালয়ের ১লাখ ৩২ হাজার ৯শ’ ৯৬ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে নিয়মিত এক লাখ ২৬ হাজার ৬শ’ ৯৭ এবং অনিয়মিত ছয় হাজার ২শ’ ৭২ জন শিক্ষার্থী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এনইউ/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।