ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

শিক্ষা

বরিশালে বোর্ডে জেএসসির প্রথমদিন অনুপস্থিত ৩২৮৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
বরিশালে বোর্ডে জেএসসির প্রথমদিন অনুপস্থিত ৩২৮৮ জন

বরিশাল: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিনে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ১৬২টি কেন্দ্রে ৩ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এবং ২ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বরিশাল জেলায় ৯৮৫ জন, ঝালকাঠিতে ২৯৯ জন, পিরোজপুরে ৩৫৯ জন, পটুয়াখালীতে ৫৩১ জন, বরগুনায়  ৩৮২ জন ও ভোলায় ৭৩২ জন রয়েছে।

অপরদিকে, অসদুপায় অবলম্বনের দায়ে বরিশালের মুলাদীতে ও ভোলার চরফ্যাশনে ২ জনকে বহিষ্কার করা হয়।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর বাংলানিউজকে এসব তথ্য জানান।

এ বছর বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী রয়েছে। গত বছর ছিল ১ লাখ ৫ হাজার ৬২০ জন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।