ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

শিক্ষা

জেএসসি-জেডিসি পরীক্ষায় নীলফামারীতে অনুপস্থিত ৮৪৭

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
জেএসসি-জেডিসি পরীক্ষায় নীলফামারীতে অনুপস্থিত ৮৪৭

সৈয়দপুর (নীলফামারী): মঙ্গলবার (১ নভেম্বর) সারাদেশে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

পরীক্ষার প্রথম দিনে নীলফামারী জেলার মোট ২৯টি কেন্দ্রে ৮৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এর মধ্যে জেলার ২২টি জেএসসি পরীক্ষা কেন্দ্রে ৪৭৯ জন এবং জেলার সাতটি জেডিসি পরীক্ষা কেন্দ্রে মোট ৩৬৮ জন।

এদিকে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে জেডিসির নীলফামারী আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, এবার জেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৩২ হাজার ২৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে জেএসসিতে জেলার ২২টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৩০৬ জন এবং জেডিসিতে জেলার সাতটি  কেন্দ্রে মোট চার হাজার ৯২৪ জন।
মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে জেএসসিতে ৪৭৯ জন ও জেডিসিতে ৩৬৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নীলফামারী শহরের আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে জেডিসির এক পরীক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।