ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি-জেডিসির প্রথম দিন অনুপস্থিত ৫৯৬৬১ শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
জেএসসি-জেডিসির প্রথম দিন অনুপস্থিত ৫৯৬৬১ শিক্ষার্থী ছবি: শাকিল আহমেদ

ঢাকা: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন সারাদেশে ৫৯ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ১৪ জন পরীক্ষার্থী ও একজন পরিদর্শক বহিষ্কার হয়েছেন।


 
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি মঙ্গলবার (০১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
 
প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
প্রথম দিন ২২ লাখ ৪৮ হাজার ১৯৬ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নিলেও অনুপস্থিত ছিল ৫৯ হাজার ৬৬১ জন।
 
ঢাকা বোর্ডে ১২ হাজার ৫৬০ জন এবং রাজশাহীতে চার হাজার ৮৩৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
 
এছাড়া কুমিল্লা বোর্ডে ছয় হাজার ৪১০ জন, যশোরে চার হাজার ৮৬৪ জন, চট্টগ্রামে দুই হাজার ৭০৫ জন, সিলেটে দুই হাজার ৬৫০ জন,বরিশালে তিন হাজার ২৮৮ জন এবং দিনাজপুরে তিন হাজার ৫৯৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
 
মাদ্রাসা বোর্ডে জেডিসিতে ১৮ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
 
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১১ জন, বরিশালে দুইজন এবং কুমিল্লা বোর্ডের একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এছাড়া মাদ্রাসা বোর্ডের একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।
 
দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে ২৮ হাজার ৭৬১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
 
আগামী ১৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষা শেষে ৩০ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।