ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাষ্ট্রপতির হাত থেকে ইউজিসি অ্যাওয়ার্ড নেবেন ১৯ শিক্ষক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
রাষ্ট্রপতির হাত থেকে ইউজিসি অ্যাওয়ার্ড নেবেন ১৯ শিক্ষক

ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অষ্টম ‘ইউজিসি অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান বুধবার (০২ নভেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৯ জন কৃতি শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেবেন।


 
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
ইউজিসির অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মো. ওমর ফারুখ মঙ্গলবার (০১ নভেম্বর) এ তথ্য জানান।

ইউজিসি দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ প্রদানের জন্য ১৯৮০ সাল থেকে প্রতিবছর বিভিন্ন শাখায় প্রবন্ধ ও পুস্তকের জন্য এ পুরস্কার দিয়ে আসছে।

২০১৪ সালে ১০ জন এবং ২০১৫ সালে নয়জন শিক্ষক এই পুরস্কার পাচ্ছেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের ইউজিসি ক্রেস্ট ও সার্টিফিকেটসহ তাদের প্রকাশিত প্রবন্ধের জন্য ৫০ হাজার টাকা এবং বইয়ের জন্য ৭৫ হাজার টাকা সম্মানি দেওয়া হবে।
 
২০১৪ সালে গবেষণায় পুরস্কারের জন্য মনোনীতরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. অসিত রায়, বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আবদুল্লাহ-আল-আরিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, বুয়েটের সহযোগী অধ্যাপক ড. নাসরীন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রভাষক মো. ইমরান হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শেখ জামাল উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্বারা সিদ্দিকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান।
 
এছাড়া ২০১৫ সালে গবেষণার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জগন্নাথ বড়ূয়া, বেসরকারি উত্তরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ বদরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মনির উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আহমদ হুমায়ুন কবির, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইফতেখার শামস্, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঁঞা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অছিয়র রহমান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আয়শা আখতার ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাছুদুর রহমানকে পুরস্কার দেওয়া হবে।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।
 
পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আক্তার।
 
‘ইউজিসি অ্যাওয়ার্ড’ নীতিমালা অনুযায়ী প্রতি বছর কলা ও মানবিক, আইন ও শিক্ষা, ক্লিনিক্যাল, ফার্মাসিউটিক্যাল ও মেডিকেল, (প্রতিটি শাখায় ২টি করে) সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, লাইফ সাইন্স/জীববিজ্ঞান, কেমিকেল, বায়োকেমিকেল ও পরিবেশ বিজ্ঞান, বন ও কৃষি বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গাণিতিক, পরিসংখ্যান ও কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি (প্রতিটি শাখায় ১টি করে) মোট ১২টি এবং পুস্তকের জন্য ২টি (টেক্সট ১টি ও রেফারেন্স ১টি)-সহ সর্বমোট ১৪টি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন দেওয়ার বিধান রয়েছে।
 
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সচিব, বিদেশি কূটনীতিক, ইউজিসি’র সদস্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।