ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

শিক্ষা

জেএসসিতে সিলেটে দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৬৯৯ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
জেএসসিতে সিলেটে দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৬৯৯ শিক্ষার্থী

সিলেট: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডে দ্বিতীয় দিনের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিত থেকেছে আরও ৪৯ শিক্ষার্থী। প্রথমদিন বাংলা প্রথম পত্রেই অনুপস্থিত ছিল দুই হাজার ৬শ’ ৫০ শিক্ষার্থী।

অর্থাৎ বাংলার দুই পত্রের পরীক্ষায় অংশ নেয়নি মোট দুই হাজার ৬শ’ ৯৯ শিক্ষার্থী। তবে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

 

বুধবার (২ নভেম্বর) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, এ বছর মোট এক লাখ ৩২ হাজার ৯শ’ ৯৬ পরীক্ষার্থীর মধ্যে দ্বিতীয় দিনে বাংলার দ্বিতীয় পত্রে পরীক্ষার্থী ছিল এক লাখ ২৭ হাজার ৮শ’ ৮০ শিক্ষার্থী। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২৫ হাজার ১শ’ ৮১ শিক্ষার্থী।

সিলেট বোর্ডে ১২৪ কেন্দ্রে পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে বলে ‍জানান তিনি।

বোর্ডের তথ্য অনুযায়ী, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের জেএসসি পরীক্ষায় আগের বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে তিন হাজার ৭শ’ ৪৪ জন। কেন্দ্র বেড়েছে পাঁচটি এবং স্কুল বেড়েছে ১৩৫টি।

এ বছর এক হাজার চারটি বিদ্যালয়ের এক লাখ ৩২ হাজার ৯শ’ ৯৬ পরিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে নিয়মিত শিক্ষার্থী এক লাখ ২৬ হাজার ৬শ’ ৯৭ এবং অনিয়মিত শিক্ষার্থী ছয় হাজার ২শ’ ৭২ জন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এনইউ/জিপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।