ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

শিক্ষা

জেএসসিতে সিলেটে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২৬০৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
জেএসসিতে সিলেটে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২৬০৮

সিলেট: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট বোর্ডে তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ২ হাজার ৬০৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।



এর আগের দুই বিষয়ে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষায় দুই হাজার ৬৯৯ শিক্ষার্থী অংশ নেয়নি।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, এ বছর মোট এক লাখ ৩২ হাজার ৯৯৬ পরীক্ষার্থীর মধ্যে তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রে অনিয়মিতসহ পরীক্ষার্থী ছিল এক লাখ ২৯ হাজার ২৪৪ শিক্ষার্থী। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২৬ হাজার ৬শ’ ৩৬ শিক্ষার্থী।

সিলেট বোর্ডে ১২৪ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

বোর্ডের তথ্য অনুযায়ী, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের জেএসসি পরীক্ষায় আগের বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে তিন হাজার ৭৪৪ জন। কেন্দ্র বেড়েছে পাঁচটি এবং স্কুল বেড়েছে ১৩৫টি।

এ বছর এক হাজার চারটি বিদ্যালয়ের এক লাখ ৩২ হাজার ৯৯৬ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নিয়মিত এক লাখ ২৬ হাজার ৬৯৭ এবং অনিয়মিত ছয় হাজার ২৭২ জন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এনইউ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।