ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

শিক্ষা

জেলহত্যা দিবসে ইবি ছাত্রলীগের কালো ব্যাচ ধারণ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
জেলহত্যা দিবসে ইবি ছাত্রলীগের কালো ব্যাচ ধারণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): ইতিহাসের কলঙ্কিত দিন ৩ নভেম্বর জেলহত্যা দিবসে কালো ব্যাচ ধারণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকাল ১১টায় ৪১তম জেলহত্যা দিবস পালন করতে বিশ্ববিদ্যালয়ের আম বাগানে দলীয় টেন্টে ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে এ কালো ব্যাচ ধারণ করে নেতারা।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন।

জানা গেছে, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপনকে কালো ব্যাচ পরিয়ে দেন।

পরে পর্যায়ক্রমে দলীয় টেন্টে সব নেতাকর্মীকে কালো ব্যাচ পরিয়ে দেন তারা।

এসময় সেখানে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি ইমদাদুল হক সোহাগ, বিপ্লব কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, আনিছুর রহমান আনিস, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নোমান, সংষ্কৃতি বিষয়ক সম্পাদক পলাশ, সাদ্দাম হোসেন ও হল সভাপতি মেহেদি হাসান নাইম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।