ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

শিক্ষা

খুবির জীববিজ্ঞান স্কুলের ফল প্রকাশ

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
খুবির জীববিজ্ঞান স্কুলের ফল প্রকাশ

খুলনা: ভর্তি পরীক্ষা গ্রহণের মাত্র সাড়ে ২১ ঘণ্টার ব্যবধানে ফলাফল প্রকাশ করে রেকর্ড সৃষ্টি করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুল।

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকুজ্জানের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা।

 

প্রাপ্ত ফলাফলে জানা যায়, ৬০.৭৬ শতাংশ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাস করেছেন।  

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের এ স্কুলের ইতিহাসে এটিই সবচেয়ে কম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

পরীক্ষা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল তৈরির কাজ সম্পন্ন করায় জীববিজ্ঞান স্কুলের ভর্তি কমিটির সভাপতিসহ কমিটির সব সদস্য ও এর সঙ্গে সম্পৃক্ত শিক্ষকদের ধন্যবাদ জানান উপাচার্য।

এ সময় ট্রেজারার খান আতিয়ার রহমান, সংশ্লিষ্ট ভর্তি কমিটির সভাপতি জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাজমুল আহসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিপু সুলতান ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জীববিজ্ঞান স্কুলে ভর্তি পরীক্ষায় ৫ হাজার ১৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩ হাজার ১২০ জন উত্তীর্ণ হয়েছেন।  

এ স্কুলে নির্ধারিত আসনে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ku.ac.bd পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬/আপডেট: ১৩০০ ঘণ্টা
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।