ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ও প্রক্টর নিয়োগ

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
শেকৃবিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ও প্রক্টর নিয়োগ

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

 

ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক হিসেবে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং প্রক্টর হিসেবে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন দায়িত্ব পেয়েছেন।


 
রোববার (০৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন, ২০০১-এর তফসিলে বর্ণিত প্রথম সংবিধির ১৬ (১) এবং ১৮ (১) উপ-বিধির মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের এ দায়িত্ব দেন প্রশাসন।
 
জনসংযোগ ও প্রকাশনা দফতরের কর্মকর্তা বশিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
দায়িত্ব গ্রহণের পর নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নীতি নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করবো।

নতুন দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।