ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

শিক্ষা

উদয়ন স্কুলে অতিরিক্ত ফি কেন, জানতে চেয়েছে মন্ত্রণালয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
উদয়ন স্কুলে অতিরিক্ত ফি কেন, জানতে চেয়েছে মন্ত্রণালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুলার রোডের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শাখায় অতিরিক্ত ফি কেন আদায় করা হচ্ছে- তা জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুলার রোডের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শাখায় অতিরিক্ত ফি কেন আদায় করা হচ্ছে- তা জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 
মঙ্গলবার (০৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠিতে উদয়ন স্কুলকে এ বিষয়ে তথ্য দিতে বলেছে।


 
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, নতুন জাতীয় বেতন কাঠামোর পরে সরকার গত ৯ আগস্ট  বেসরকারি এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত এবং এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ও টিউশন ফি সংক্রান্ত পরিপত্র জারি করে।

২০১৬ সালে বর্ধিত হারে বেতন ও অন্যান্য ফি আদায় অব্যাহত রয়েছে।

উদয়ন স্কুলের অধ্যক্ষকে এ বিষয় শিক্ষার্থীদের নিকট ভর্তি ও টিউশন ফি আহরণের প্রস্তাব অনুমোদনের কপি পাঠাতে নির্দেশ দিয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমআইএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।