ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

শিক্ষা

জবি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান বিভাগ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জবি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান বিভাগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে পদার্থবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন এবং ফিন্যান্স বিভাগ রানার্স আপ হয়েছে।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে পদার্থবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন এবং ফিন্যান্স বিভাগ রানার্স আপ হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভাষা শহীদ রফিক ভবনের প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধুপখোলা মাঠ) শারীরিক শিক্ষা কেন্দ্র তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ তারেক সিফাত সেরা খেলোয়াড় ও কাজচাই মারমা সেরা গোলদাতা এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সারোয়ার সেরা গোলকিপার হওয়ার গৌরব অর্জন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটির (ফুটবল) আহ্বায়ক ড. মোহাম্মদ আব্দুল বাকীর সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় জাকারিয়া পিন্টু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর।

এছাড়াও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফ এম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন শরীর চর্চা শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস।

গত ২৪ অক্টোবর উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান প্রতিযোগিতাটির উদ্বোধন করেন। ১০ নভেম্বর পর্যন্ত চলা আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ৩২টি বিভাগের মধ্যে নক আউট ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ডিআর/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।