ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

শিক্ষা

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন হয়েছে।

বাকৃবি (ময়মনসিংহ): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ মানববন্ধন করে।


 
গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন প্রমুখ।

মানববন্ধনে সনাতন সংঘ বাকৃবি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের কর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।