ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ভর্তির আবেদন শেষ বৃহস্পতিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
 শাবিপ্রবিতে ভর্তির আবেদন শেষ বৃহস্পতিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১১টা ৫৯টা পর্যন্ত টেলিটক সিমের মাধ্যমে আবেদন করা যাবে।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সর্বশেষ বুধবার (০৯ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত প্রায় ৪২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে প্রায় ১৫০০ জন, বি-ওয়ান ইউনিটে ২৫ হাজার ৭০ জন এবং ‘বি-টু ইউনিটে ১৮০০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
২৬ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে এ এবং দুপুর ২টা ৩০মিনিট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে অথবা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.sust.edu/admission ) থেকেও এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।