ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৩৩ শিক্ষার্থী

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
শাবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৩৩ শিক্ষার্থী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনে জন্য লড়বে ৩৩ জন শিক্ষার্থী ।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনে জন্য লড়বে ৩৩ জন শিক্ষার্থী ।

এ বছর ‘এ’ ও ‘বি’ ইউনিটে ১ হাজার ৬শ’ ৫৫টি (কোটাসহ) আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫৪ হাজার ৩৫টি।

শুক্রবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সদস্য সচিব ড. এ এইচ এম বেলায়েত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১৮ হাজার ৪শ’ ৮৮ জন শিক্ষার্থী ও ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩৫ হাজার ৫শ’ ৪৭ জন শিক্ষার্থী। আগামী ২৬ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটায় ‘বি’  ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করা বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।