ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

শিক্ষা

ইউল্যাবে নতুন স্নাতক প্রোগ্রাম ইইই’র আনুষ্ঠানিক উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
ইউল্যাবে নতুন স্নাতক প্রোগ্রাম ইইই’র আনুষ্ঠানিক উদ্বোধন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর অধীনে নতুন স্নাতক প্রোগ্রাম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) আনুষ্ঠানিকভাবে চালু করেছে।

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর অধীনে নতুন স্নাতক প্রোগ্রাম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) আনুষ্ঠানিকভাবে চালু করেছে।

সম্প্রতি চার বছর মেয়াদী বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগটি খোলার অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

 

নতুন এ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক এস এম মাহবুবুর রহমান ও ডিন হিসেবে রয়েছেন ইউল্যাবের উপ উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক।  

ইউল্যাবের সব শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইইই বিভাগের উদ্বোধনী ভিডিও দেখানো হয় ও প্রথম ব্যাচের ইইই শিক্ষার্থীদের মধ্যে স্মার্টট্যাব বিতরণ করা হয়। ইউল্যাব এর উপাচার্য প্রফেসর ইমরান রহমানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।