ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

শিক্ষা

নন্দীগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
নন্দীগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উত্তরাঞ্চলের ২৬টি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উত্তরাঞ্চলের ২৬টি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ অ্যাওয়ার্ড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুন্নেসা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে অ্যাওয়ার্ড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম মোস্তফা মতিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় এমপি রেজাউল করিম তানসেন, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদ, জান্নাতুল ফেরদৌস লিপি, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকি জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, অ্যাওয়ার্ড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব খন্দকার আলী রেজা প্রমুখ।

অনুষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৬৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমবিএইচ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।