ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে ছাত্রী ও সাংবাদিক লাঞ্ছিত

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জবিতে ছাত্রী ও সাংবাদিক লাঞ্ছিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)  ইতিহাস বিভাগের এক ছাত্রীকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর রওশন আলম লাঞ্ছিত হয়েছেন।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)  ইতিহাস বিভাগের এক ছাত্রীকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর রওশন আলম লাঞ্ছিত হয়েছেন।

বুধবার (১৬ নভেম্বর) সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাষা শহীদ রফিক ভবনের সামনে ইতিহাস বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী রায়হান কবির ওই বিভাগের এক ছাত্রীকে মারধর করছিলেন।

ঘটনাটি দেখে ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ও সাংবাদিক রওশন আলম রায়হানকে বাধা দিতে এগিয়ে যান। এ সময় রওশনও মারধরের শিকার হন। পরে ওই ছাত্রী ও রওশন বিশ্ববিদ্যালয়ের পাশের সুমনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে মীর রওশন সাংবাদিকদের বলেন, ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নেই। আমার সামনেই আজ ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে দেখলাম। বাধা  দিতে গিয়ে আমিও লাঞ্ছিত হলাম।

ওই ছাত্রী সাংবাদিকদের বলেন, রায়হান নিয়মিত আমাকে ফেসবুক, মোবাইলে বিরক্ত করে। মোবাইলে আজেবাজে কথা বলে হুমকি দেয়। আজ সকালে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ব্যাপারে রায়হান কবির বাংলানিউজকে বলেন, আমি ঘটনার  কিছু জানি না। আমার বিরুদ্ধে কোন নিউজ করতে হলে আমার ডিপার্টমেন্টে এসে নিউজ করেন!

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ এ বিষয়ে বাংলানিউজকে বলেন, প্রক্টর অফিসে এক মেয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত করছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ডিআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।