ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

শিক্ষা

ছুটি শেষে গণ বিশ্ববিদ্যালয় খুলছে মঙ্গলবার

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ছুটি শেষে গণ বিশ্ববিদ্যালয় খুলছে মঙ্গলবার

সেমিস্টার ফাইনাল শেষে দীর্ঘ ১৫ দিনের ছুটির পর আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) থেকে খুলছে গণ বিশ্ববিদ্যালয়। 

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সেমিস্টার ফাইনাল শেষে দীর্ঘ ১৫ দিনের ছুটির পর আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) থেকে খুলছে গণ বিশ্ববিদ্যালয়।  

তবে প্রথম সেমিস্টার শিক্ষার্থীদের ঐদিন সকাল ৯টার মধ্যে নিজ নিজ বিভাগে উপস্থিত হয়ে পরিচয়পত্র ও প্রসপেক্টাস সংগ্রহ করে ক্লাশে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সব কার্যক্রম যথারীতি চলছে এবং কিছু কিছু বিভাগের ল্যাব, ভাইভা চলতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ শিক্ষার্থীদের মেস এখনও ফাঁকা পড়ে আছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।