ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

শিক্ষা

ইউল্যাবের বিভিন্ন ক্লাব নিয়ে বর্ণাঢ্য আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ইউল্যাবের বিভিন্ন ক্লাব নিয়ে বর্ণাঢ্য আয়োজন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অভ্যন্তরীণ বিভিন্ন ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ক্যাম্প আউটিং উইথ অল দ্য ক্লাব মেম্বার’স বিষয়ক কর্মসূচি।

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অভ্যন্তরীণ বিভিন্ন ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ক্যাম্প আউটিং উইথ অল দ্য ক্লাব মেম্বার’স বিষয়ক কর্মসূচি।

বিশ্ববিদ্যালয় কো-কারিকুলার অফিসের উদ্যোগে সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের স্থায়ী ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, গেমস, ট্রেজার হান্ট, ফুড টেস্ট, ম্যাডনেস ইন ৬০ সেকেন্ডস প্রতিযোগিতাসহ বিভিন্ন মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন, ইউল্যাব কো-কারিকুলারের পরিচালক এবং বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. পিঙ্কি শাহ, ইউল্যাব বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক মৈনাক কানুনগো, সহযোগী অধ্যাপক লিলি পিং।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এইচ এম জহিরুল হক, ট্রেজারার ও ইউল্যাব বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার আখতার আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।