ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

শিক্ষা

শেবামেকের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
শেবামেকের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনভর নানান কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বরিশাল: দিনভর নানান কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকেই কলেজের প্রথম থেকে বর্তমান ৪৮তম ব্যাচের শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলেন। এতে যোগ দেন এই কলেজের সাবেক শিক্ষার্থী বর্তমানে দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষকরা।
 
সকাল ৮টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ডা. টি  আই এম আব্দুল্লাহ আল-ফারুক। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহম্মেদ।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে একটি র‌্যালি মেডিকেল কলেজ ক্যাম্পাস ও বান্দরোড প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাট‍া হয়।

বেলা ১১টায় কলেজ অডিটরিয়ামে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কার সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের সাবেক শিক্ষক  অধ্যাপক ডা. এএফএম আমিনুল হক।
 
প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ডা. টি আই এম আব্দুল্লাহ -আল-ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক শিক্ষক ক্যাপ্টেন (অব.) সিরাজুল ইসলাম, ডা. হারুন উর রশীদ ও ডা. ইউসুব আলী।

অন্যান্যদের মধ্যে ছিলেন, স্থানীয় সাংগঠনিক পরিষদের আহ্বায়ক ডা. মো. ইসতিয়াক হোসেন, বরিশাল জেলা স্বাচিপের সভাপতি ডা. মু. কামরুল হাসান সেলিম, সদস্য সচিব ডা. এসএম সরোয়ার, আবাসন উপ-পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ জাহিদ হোসন, আপ্যায়ন উপ-পরিষদের চেয়ারম্যান ডা. একেএম আমিনুল হক, সাংস্কৃতিক উপপরিষদের চেয়ারম্যান ডা. হাওয়া আক্তার জাহান, বরিশাল বিএমএর সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।