ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

শিক্ষা

জাবির ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জাবির ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এ ফল জানানো হয়।

এছাড়া ভর্তি পরীক্ষার ফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের ৪৫১টি আসনের বিপরীতে ৪৮ হাজার ৭শ শিক্ষার্থী আবেদন করে। ফলাফলে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট-বিভাগের আসন সংখ্যার সর্বাধিক দশগুন শিক্ষার্থীর আলাদা মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।