ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশিকউল্লা সিদ্দিকী জানান, আমাদের পরীক্ষার খাতা মূল্যায়ন করে দেখা হয়নি। যার কারণে আমরা ফেল করেছি।  

এ সময় তিনি ২০১০-১১ শিক্ষাবর্ষে যারা অনার্স ৪র্থ বর্ষে এক বিষয়ে ফেল করেছে তাদের পাস দিতে হবে, সবাই যেন চলতি বছরে মাস্টার্সে ভর্তি হতে পারে সে বিষয়টিও নজরে রাখার দাবি জানান।

দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন তিনি।   

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।