ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

রাবির দশম সমাবর্তনে নিবন্ধনের সময় বেড়েছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
রাবির দশম সমাবর্তনে নিবন্ধনের সময় বেড়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।  

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া সমার্তনের নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সমাবর্তনে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে স্নাতকোত্তর, পিএইচডি, এমফিল, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা অংশগ্রহণ করতে পারবেন।

সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।