ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

শিক্ষা

কেআইবি নির্বাচনে বিএনপিপন্থিদের অনীহা

মহিবুল আলম সবুজ, শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
কেআইবি নির্বাচনে বিএনপিপন্থিদের অনীহা

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) আগামী দু’বছর মেয়াদি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছে আওয়ামী-বামপন্থি বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের ৩৫জন পদ প্রত্যাশী।

ঢাকা: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) আগামী দু’বছর মেয়াদি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছে আওয়ামী-বামপন্থি বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের ৩৫জন পদ প্রত্যাশী।

এদিকে, টানা তৃতীয়বারের মত নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি সমর্থিত এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)।

ফলে এবারও কেআইবি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে আওয়ামী-বামপন্থিরা নির্বাচিত হতে যাচ্ছেন।

শনিবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের চেয়ারম্যান কৃষিবিদ মো. নজরুল ইসলাম নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীদের নাম ঘোষণা করেন। শুক্রবার (২ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

কেআইবি’র গঠনতন্ত্রের ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের প্যানেলভুক্ত হওয়া নিষিদ্ধ থাকায় প্রার্থীরা স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেন। সতন্ত্রভাবে সভাপতি পদে কৃষিবিদ এ এম এম সালেহ, সিনিয়র সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, মহাসচিব পদে কৃষিবিদ খাইরুল আলম প্রিন্স, দফতর সম্পাদক পদে কৃষিবিদ এস এম মিজানুর রহমানসহ বিভিন্ন পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দেন।

পদ প্রত্যাশী ৩৫ জনই আওয়ামী-বামপন্থি বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ সমর্থিত বলে জানা যায়। নির্বাচন বর্জন করার বিষয়ে জানতে চাইলে অ্যাব’র আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলা জানান, অ্যাবের পক্ষ থেকে এ নির্বাচনে অংশগ্রহণ না করার কারণ আনুষ্ঠানিকভাবে রোববার (৪ নভেম্বর) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।

অ্যাব’র বর্তমান কমিটিতে স্থান না পাওয়া কয়েক জন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় না থাকায় অ্যাবের সাংগঠনিক অবস্থা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। দুর্বল নেতৃত্বের কারণে দলের মধ্যে আছে আন্তঃকোন্দল। এমন পরিস্থিতিতে নির্বাচনে কাঙিক্ষত ফল লাভের ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকেই টানা তৃতীয়বারের মত নির্বাচন বর্জন করে অ্যাব।      

সংশ্লিষ্ট নির্বাচন কমিশন জানায়, আগামী ৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের দিন কোনো পদের বিপরীতে একাধিক প্রার্থী না পাওয়া গেলে বৈধ প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।