ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে মাদকবিরোধী মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ইউল্যাবে মাদকবিরোধী মানববন্ধন

মাদককে নিরুৎসাহিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

ঢাকা: মাদককে নিরুৎসাহিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাজধানীর সাত মসজিদ রোডে অবস্থিত ক্যাম্পাসের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে ‘প্রাউড টু বি ড্রাগ ফ্রি’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তারা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জুদিথা ওলমাখার, ইউল্যাব প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম ও উপ উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬

এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।