ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুরের প্রতিবাদে সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস প্রভাতী ভাংচুর করেছে স্থানীয় বখাটেরা। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস প্রভাতী ভাংচুর করেছে স্থানীয় বখাটেরা। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরীর নতুন বাজার কমার্স কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর দোষীদের গ্রেফতার দাবিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা নগরীর নতুন বাজার মোড় সড়ক অবরোধ করে রাখে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ইকরামুল হক রানা বাংলানিউজকে বলেন, নতুন বাজার রেলক্রসিং এলাকায় শিক্ষার্থীদের বহনকারী প্রভাতী বাসটি প্রবেশের সময় এক রিকশা চালককে সাইড দিতে বলেন বাসের চালক।

এতে ক্ষিপ্ত হয়ে রিকশা আরোহী দুই বখাটে বাস থামিয়ে চালককে গালাগাল করতে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ করলে দলবেঁধে ওই বখাটেরা লাঠি ও রড দিয়ে বাসের গ্লাস ভাংচুর করে। এ সময় পাঁচ শিক্ষার্থী আহত হয়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেফতার দাবিতে প্রায় এক ঘণ্টা নগরীর নতুন বাজার মোড় এলাকার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ও জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব ঘটনাস্থলে আসেন।

জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব বাংলানিউজকে বলেন, দোষীদের গ্রেফতারে পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। পুলিশ আমাদের আশ্বস্ত করার ফলে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে শিক্ষার্থীরা।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রায় এক ঘণ্টার মতো সড়ক অবরোধ ছিল।

বাস ভাংচুরের ঘটনায় থানায় মামলা হবে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমএএএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।