ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

'দেশের উন্নয়নে ছাত্রলীগকে নেতৃত্ব দিতে হবে'

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
'দেশের উন্নয়নে ছাত্রলীগকে নেতৃত্ব দিতে হবে' ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘দেশের উন্নয়নে ছাত্রলীগকে নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

রাবি: ‘দেশের উন্নয়নে ছাত্রলীগকে নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

উদ্বোধকের বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘এই রাজশাহীর প্রধান দুই শত্রু হলো জামায়াত-শিবির এবং মাদকাসক্ততা। এই দুই শক্তির বিরুদ্ধে ছাত্রলীগকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকাসক্তি একটা ব্যাধি। একে দূর করতে পড়াশুনার প্রতি নেশা বাড়াতে হবে। পাশাপাশি বাংলাদেশের আরেক সমস্যা নিরক্ষরতা। শেখ হাসিনাকে আগামী ২০১৭ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ উপহার দিতে চাই। এক্ষেত্রেও আপনাদের বড় ভূমিকা রাখতে হবে। ’

প্রধান বক্তার বক্তব্যে সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, ‘মেধাবীদের ছাত্র রাজনীতিতে আসতে হবে। জনপ্রিয়, মেধাবী, যোগ্যরাই হবে আগামী দিনের নেতা। এক্ষেত্রে ছাত্রনেতাদের আকর্ষণীয় হতে হবে। এটা পোশাক আশাক বা চেহারায় আকর্ষণীয় নয়। কাজ, কথা-বার্তা এবং আচার-আচরণে আকর্ষণীয় ও স্মার্ট হতে হবে। ’

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত করতে ছাত্রলীগকে ফ্রন্ট লাইনের যোদ্ধা হতে হবে। জামায়াত শিবিরের প্রেতাত্মাদের এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে হবে। ’

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘ছাত্রলীগ হবে এমন আদর্শ যাদের কাছে ছাত্র/ছাত্রীরা নিরাপদ থাকবে। তবে ছাত্রলীগে কেউ যাতে অনুপ্রবেশকারী না হয় এবং কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ’

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক রাকসু ভিপি নুরুল ইসলাম
ঠান্ডু, রাজশাহী-০৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আবু হুসাইন বিপু, আনিকা ফারিহা জামান অর্ণা, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।