ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শীতের ছুটি শেষে রোববার খুলছে জবি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
শীতের ছুটি শেষে রোববার খুলছে জবি

জবি: শীতকালীন ছুটি ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে ১৫ দিন ছুটি শেষে রোববার থেকে খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

শনিবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীতকালীন ছুটি ও যিশুখ্রিস্টের জন্মদিন শেষে রোববার (১ জানুয়ারি) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস খুলবে।

এদিন থেকে পূর্বনির্ধারিত সব ক্লাস ও পরীক্ষা নিয়মিত চলবে।

এর আগে ১৮ ডিসেম্বর (রোববার) থেকে ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ছিল। তবে ছুটি শুরুর আগের দু’দিন ও শেষের দু’দিন শুক্রবার ও শনিবার হওয়ায় শিক্ষার্থীরা চারদিন বেশি ছুটি ভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬

ডিআর/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।