রোববার (১ জানুয়ারি) সকাল ১০টায় ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
জেলার ৫৭৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তিন লাখ ৮১ হাজার ৪৬৮টি বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দারিদ্র বিমোচনে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। বাংলাদেশ আজ বিশ্ব সমাজে সমাদ্রিত জাতি হিসেবে আত্মপ্রকাশে সক্ষম হয়েছে। কিন্তু ২০০১ সালে স্বাধীনতা বিরোধী জোট ক্ষমতায় এসে বাংলাভাইসহ জঙ্গিবাদ সৃষ্টি করে আন্তর্জাতিকভাবে দেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিল।
জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র শর্মা।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এমএস/আরএ