ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের হাতে নতুন বই দিলেন স্বাস্থ্য প্র‌তিমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
শিক্ষার্থীদের হাতে নতুন বই দিলেন স্বাস্থ্য প্র‌তিমন্ত্রী শিক্ষার্থীদের হাতে নতুন বই দিলেন স্বাস্থ্য প্র‌তিমন্ত্রী

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): নতুন বছরের প্রথম দিনে মা‌নিকগঞ্জের সাটু‌রিয়ার কয়েক‌টি স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেছেন স্বাস্থ্য প্র‌তিমন্ত্রী।

‌রোববার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার জান্না আর্দশ উচ্চ বিদ্যালয় ও সন্ধ্যা ৭টায় উপজেলা সদরের সাটু‌রিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে‌ দেন স্থানীয় সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এসময় আরও উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা ফারজানা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ, বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।