ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির এফ ইউনিটে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ইবির এফ ইউনিটে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় এফ ইউনিটে ফলাফল জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, এফ ইউনিটের ফল প্রকাশের পর বিভিন্ন মহল থেকে কয়েকজনের ফলের ব্যাপারে অভিযোগ উত্থাপিত হয়।

এ অভিযোগের সত্যতা যাচাই-বাচাইয়ের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

তদন্ত কমিটিতে গণিত বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামালকে আহ্বায়ক এবং অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া ও প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে সদস্য করা হয়েছে। এছাড়া কমিটিকে শিগগির তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে এফ ইউনিটের ফল প্রকাশিত হলে ইবি শাখা ছাত্রলীগ ও কয়েকজন শিক্ষক ফলাফল জালিয়াতি ও প্রশ্ন ফাঁসসহ বিভিন্ন অভিযোগ তোলেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।