ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

রাবির আইবিএ’র চতুর্থ সমাবর্তন শনিবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
রাবির আইবিএ’র চতুর্থ সমাবর্তন শনিবার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) চতুর্থ সমাবর্তন শনিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে ১২টি ব্যাচের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের স্বর্ণপদক দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে আইবিএ’র অফিসে চতুর্থ সমাবর্তন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

বিশেষ অতিথি থাকবেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ইউজিসি সদস্য অধ্যাপক এম শাহ নওয়াজ আলী ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অনুষ্ঠানে এক্সিকিউটিভ এমবিএ, সান্ধ্যকালীন এমবিএ, দিবাকালীন এমবিএ ক্যাটাগরি থেকে মোট ৪৪৮ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আইবিএ’র অধ্যাপক মহসিন-উল-ইসলাম ও অধ্যাপক মোহা. হাছানাত আলী, অধ্যাপক শামসুদ্দোহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।