ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে একযোগে ক্লাস শুরু হয়। এর আগে, রোববার (২৯ জানুয়ারি) সম্পন্ন হয় সব বিভাগের ভর্তি কার্যক্রম। ক্লাস শুরুর প্রথম দিনে নিজ নিজ বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

তবে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নবীন বরণ আগামী ৮ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এদিকে, ফোকলোর স্টাডিজ বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বরণ করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে, বিভাগের এক বছর পূর্তিতে ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের হয়। যাতে নেতৃত্ব দেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান। পরে বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের দ্বিতীয় তলায় করিডোরে নবীন বরণ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. রহমান হাবিব, অধ্যাপক ড. আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসেন অনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বিএসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।