ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

গণিতের দুই কৃতী শিক্ষার্থীকে মুজিবুর রহমান স্বর্ণপদক প্রদান 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
গণিতের দুই কৃতী শিক্ষার্থীকে মুজিবুর রহমান স্বর্ণপদক প্রদান  এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক প্রদান

ফরিদপুর: ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দুই কৃতী শিক্ষার্থীকে ৫ম এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক প্রদান করা হয়েছে। 

গণিত বিভাগে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন প্রতি বছর এ স্বর্ণপদক প্রদান করে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ পদক দেওয়া হলেও কলেজ পর্যায়ে একমাত্র রাজেন্দ্র কলেজেই পদকটির প্রচলন রয়েছে।

 

গণিতে সাফল্য অর্জন করে এ বছর স্বর্ণপদক ও বৃত্তি লাভ করেছেন সম্মান শ্রেণির রবিউল ইসলাম ও মাস্টার্স শ্রেণির রিনা আক্তার। সোমবার (৩০ জানুয়ারি) সকালে রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে তাদের হাতে ১ ভরি ওজনের স্বর্ণপদক, ১০ হাজার টাকা ও সনদপত্র তুলে দেওয়া হয়।

গণিত বিভাগের প্রধান আবুল বাশারের সভাপতিত্বে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোশার্রফ আলী, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. তাইয়ূব তাজাম্মুল, মুজিবুর রহমানের পরিবারের সদস্য লোনা টি রহমান, কলেজের উপাধ্যক্ষ আবু তালেব মিয়া, সাংবাদিক মাহফুজ আলম মিলন, রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদের (রুকসু) ভিপি কাওসার আকন্দ ও জিএস তামজিদুল রশীদ।  

১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন ফরিদপুরের সন্তান এএফ মুজিবুর রহমান। যা তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখার্জির প্রাপ্ত নম্বরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করে। পরবর্তীতে মুজিবুর রহমান প্রথম বাঙালি মুসলমানদের একজন হিসেবে আইসিএস (ইন্ডিয়ান সিভিল সার্ভিস) বিচারক হিসেবে যোগদান করেন। ঢাকা জেলা জজসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণের ঠিক আগ মুহূর্তে ১৯৪৫ সালের ১২ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।  

তার মৃত্যুর পর পরিবার ও স্বজনেরা তার নামে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গঠন করে।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।