ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফের জবির টিএসসি দখলমুক্ত করলো শিক্ষার্থীরা 

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
ফের জবির টিএসসি দখলমুক্ত করলো শিক্ষার্থীরা  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসি দখলমুক্ত করছে-ছবি-বাংলানিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের শিক্ষক ছাত্রকেন্দ্র (টিএসসি) ছাত্রলীগের কাছ থেকে ফের দখলমুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে জবি শাখা ছাত্র ইউনিয়নের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা  টিএসটি দখলমুক্ত করে।

জানা যায়, জবি শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা প্রতিবছর শীতের সময় টিএসসি মোড় কিছু কাপড় বিক্রেতাদের কাছে ভাড়া দেন।

শীত শেষে কোনো না কোনো ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এসব দোকানদারদের সরিয়ে দেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টায় ছাত্র ইউনিয়ন নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা টিএসসির জমি ঘিরে রাখা টিনের বেড়া অপসারণ শুরু করে। এসময় সেখানে থাকা অস্থায়ী দোকান সরিয়ে নিতে দোকানদারদের অনুরোধ করা হয়।

এ প্রসঙ্গে ছাত্র ইউনিয়ন সভাপতি আল আমিন বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরের একটি অশুভ শক্তি এখানে দোকান বসিয়ে চাঁদাবাজি করে আসছিলো। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে টিএসসি বেদখলমুক্ত করেছি।  

তিনি আরো বলেন, আমরা অতি দ্রুত টিএসসির শোভাবর্ধনে বৃক্ষরোপণ ও বেঞ্চ বসানোর কাজ শুরু করব। প্রশাসন সহযোগিতা না করলে শিক্ষার্থীরা নিজেদের অর্থ দিয়ে সে উদ্যোগকে সফল করবে।

২০১৪ সালের মার্চে জবি হল আন্দোলনের সময় ক্যাম্পাসের সামনে ফুজি কালার গলির পাশে খালি জায়গা শিক্ষার্থীরা দখল করে টিএসটি ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭

ডিআর/আরআর/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।