ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

নীলফামারীতে শিক্ষা মেলা শুরু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
নীলফামারীতে শিক্ষা মেলা শুরু নীলফামারীতে শিক্ষা মেলা শুরু-ছবি :বাংলানিউজ

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রোগ্রাম) ফজলুর রহমান ভূঁঞা।

ডিপিইও দিলিপ কুমার বণিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।
 
ডিপিইও অফিসের মনিটরিং কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন।

পরে অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্টল ঘুরে দেখেন।

‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব’-স্লোগানে ২৯ জানুয়ারি থেকে শুরু হয় জাতীয় শিক্ষা সপ্তাহ। সপ্তাহের কর্মসূচির আলোকে জেলা পর্যায়ে দুই দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে নীলফামারীতে। যা শেষ হবে ৪ ফেব্রুয়ারি।
 
ব্র্যাক, আরডিআরএস, প্ল্যান, গুড নেইবারস, ওয়াল্ড ভিশনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা অংশ নিচ্ছে দু’দিনের মেলায়।

ডিপিইও দিলিপ কুমার বণিক বাংলানিউজকে জানান, দুই দিনব্যাপী মেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেরাদের পুরস্কার বিতরণ কর্মসূচি রয়েছে। এছাড়া সপ্তাহের কর্মসূচির মধ্যে শিক্ষা র‌্যালি, আলোচনা সভা, মিনা কার্টুন, পাপেট শো, কর্মশালা, উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।