ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বরিশালে অনুপস্থিত ২৯১, বহিষ্কার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বরিশালে অনুপস্থিত ২৯১, বহিষ্কার ৫

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় ছয় জেলায় এসএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ২৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাশাপাশি মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ পরীক্ষায় পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।

এদের মধ্যে বরগুনার তালতলীতে একজন, বরিশালে দু’জন, ঝালকাঠিতে একজন ও ভোলায় একজন রয়েছে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে জানান, শুরু হওয়া এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮২ হাজার ২৭৯ জন, এর মধ্যে আজকের পরীক্ষায় ৮১ হাজার ৯৮৮ জন অংশ নেয়।

গত বছর ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ৭৩ হাজার ৫১২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিতির সংখ্যা ছিল ২৪৮ জন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।