ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন জবি উপাচার্য

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
শিক্ষার্থীদের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন জবি উপাচার্য ড. মিজানুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যান্টিনে খাবার খাওয়ার শিক্ষার্থীদের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন জবি সংসদের দফতর সম্পাদক রুহুল আমিন বাংলানিউজকে এ খবর জানান।

এর আগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ দুপুরে ২টায় আনুষ্ঠানিকভাবে ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে খাবার গ্রহণের নিমন্ত্রণপত্র পৌঁছে দেন।

এসময় উপাচার্য নিমন্ত্রণপত্র গ্রহণ করলেও ক্যান্টিনে এসে খাবার খাওয়ার প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেন।

ছাত্র ইউনিয়ন জবি সংসদের সভাপতি আল আমিনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্য কার্যালয়ে দাওয়াতপত্র নিয়ে যান।

প্রতিনিধিদলের অন্যরা হলেন- দফতর সম্পাদক রুহুল আমিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ও জবি প্রীতিলতা ব্রিগেডের আহ্বায়ক সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসানুজ্জামান হৃদয়।

এসময় নেতারা উপাচার্যকে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আগামী রোববার ক্যান্টিনে একবেলা খাওয়ার নিমন্ত্রণ জানালে তিনি বলেন, আমার ক্যান্টিনে তোমরা আমাকে দাওয়াত দেওয়ার কে? আমার ক্যান্টিনে আমি খাবো, কি খাবো না তা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার।

‘আমি শিক্ষার্থীদের সঙ্গে কেন খাবো?’ এ বলে তিনি আগামী রোববার মধ্যাহ্নভোজের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এ বিষয়ে দফতর সম্পাদক রুহুল আমিন বাংলানিউজকে বলেন, আমরা এখনো প্রত্যাশা করি প্রশাসনিক কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে বসে একবেলা খাবার খেয়ে ক্যান্টিনের খাবারের মান যাচাই করবেন।

গত কয়েক সপ্তাহ ধরেই ছাত্র ইউনিয়ন খাবারের মান বাড়ানো ও দাম কমানোর দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে শিক্ষার্থীর জবি উপাচার্যকে এ নিমন্ত্রণ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
ডিআর/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।