ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইংরেজি ২য়পত্র পরীক্ষা: রাজশাহীতে বহিষ্কার ১, অনুপস্থিত ৪৩০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
ইংরেজি ২য়পত্র পরীক্ষা: রাজশাহীতে বহিষ্কার ১, অনুপস্থিত ৪৩০ এসএসসি পরীক্ষা চলছে (পুরনো ছবি)

রাজশাহী: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে পাবনা জেলার আটঘরিয়া একদন্ত উচ্চ বিদ্যালয়ের এক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দুরুল হুদা এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় রাজশাহীর আট জেলা থেকে মোট ৪৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

দুরুল হুদা আরও জানান, বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ড থেকে মোট এক লাখ ৬৩ হাজার ১০৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও অনুপস্থিত ছিলো ৪৩০ জন।

মোট ২৩২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, জানান ‍উপ-পরীক্ষা নিয়ন্ত্রক।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।