ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

ইবিতে আন্তঃহল সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
ইবিতে আন্তঃহল সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম বারের মত আন্তঃহল সাংস্কৃতিক প্রতিযোগিতা

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম বারের মত আন্তঃহল সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন হলের শিক্ষার্থীরা দেশের গান, নৃত্য, কবিতা আবৃত্তি, আধুনিক গান (অন্যান্য) এবং কুইজ প্রতিযোগিতা এই পাঁচটি বিষয়ে অংশ নেয়।

অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকরী, বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা একদিনের (১২ ফেব্রুয়ারি) মধ্যেই সমাপ্ত করা হবে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।