ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশি প্রার্থীদের ২ কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বাংলাদেশি প্রার্থীদের ২ কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত

ঢাকা: বাংলাদেশি যোগ্য প্রার্থীদের একাডেমিক ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সেলফ ফাইন্যান্সিং স্কিমের আওতায় এমবিবিএস (MBBS) ও বিডিএস (BDS) কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রার্থীদের দেশটির সিবিএসই (CBSE) পরিচালিত ন্যাশনাল ইলিজিব্যাল কাম ইন্ট্রান্যান্স টেস্টে (নিট বা NEET) উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীদের অবশ্যই পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য www.cbseneet.nic.in. ও www.hcidhaka.gov.in. এই ওয়েবসাইট দু’টিতে পাওয়া যাবে। এছাড়া 55067301-308 এই নম্বরে টেলিফোন করেও বিস্তারিত জানা যাবে।

আগ্রহী প্রার্থীদের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ চলতি বছরের ১৫ জুন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।