ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের ওপর হামলার মূলহোতাকে গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
শিক্ষার্থীদের ওপর হামলার মূলহোতাকে গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার মূল হোতাকে গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়: গাজীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি ) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেফতারের দাবিতে সাতদিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যলয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহ, ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ আব্দুল হামিদ, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক সুশীল রঞ্জন, অধ্যাপক শামসুদ্দিন আহমেদ প্রমুখ।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘এটি শুধু ঢাবির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা নয়, এসব আমরা প্রত্যাশা করি না। অনতিবিলম্বে ঘটনার মূল হোতাসহ অন্য অপরাধীদের গ্রেফতার করতে হবে। তা না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অন্যান্য কর্মসূচিতে করলে তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে’।

সমাবেশে বক্তারা বলেন, ঘটনায় সংশ্লিষ্টদের মধ্য থেকে বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হলেও এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন পার্কের ইজারাদার শফিক। অনতিবিলম্বে আমরা তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি’।

‘সাতদিনের মধ্যে যদি অপরাধী শফিককে গ্রেফতার না করা হয়, তবে আমরা লাগাতার আন্দোলন করবো’।

গত শনিবার (১১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু সাফারি পার্কে শিক্ষাসফরে গেলে ইজারাদার সেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকের নেতৃত্বে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। এতে শিক্ষকসহ ২০ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসকেবি/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।