সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। বাদ্যযন্ত্রের সঙ্গে নেচে-গেয়ে শোভাযাত্রা অদম্য বাংলা চত্বরে এসে শেষ হয়।
সেখানে সকাল ৮টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ মো. রজিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের প্রাক্কালে বক্তব্য রাখেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. সাবিহা হক, আইন স্কুলের ডিন প্রফেসর ড. ওয়ালিউল হাসানাত ও বসন্তবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ড. রুবেল আনছার।
পরে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক মঞ্চস্থ করা হয়।
এসব অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এমআরএম/এএটি/আইএ